Wednesday, January 15, 2025
HomeWest Bengal Newsজমি বেহাত রুখতে খতিয়ানে যোগ হবে মালিকের ফোন নম্বর

জমি বেহাত রুখতে খতিয়ানে যোগ হবে মালিকের ফোন নম্বর

প্রশাসনের এবার কড়া পদক্ষেপ, রাজ্যের প্রায় সাড়ে পাঁচ কোটি খতিয়ানের সঙ্গে এবার জমির মালিকদের ফোন নম্বর সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন : আরজি কর দুর্নীতি কাণ্ডে অবশেষে গ্রেফতার সন্দীপ ঘোষ

পক্রিয়াটি সম্পূর্ণ হলে রাজ্যের কোন নাগরিকের জমি অসাধু উপায়ে বিক্রি বা অন্য কারও নামে ট্রান্সফার করা যাবে না।

phone number will be added to the Khatian to prevent land theft

আরও পড়ুন : পড়ুয়াদের ১০ হাজার টাকা দেওয়া হচ্ছে না নির্দেশ নবান্নের

এবং তা করতে গেলেই জমির মালিকের ফোনে মেসেজ চলে যাবে। ফলে ধরা পড়ে যাবে জমি চুরির পক্রিয়া। সূত্রের খবর, প্রয়োজনীয় কাজ ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে।

আরও পড়ুন : অবশেষে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দফতর

ফলে পুজোর পরেই প্রাশনের তরফ থেকে নির্দেশ জারি করা হবে। জমিচুরি ক্ষেত্রে অনেকে জাল দলিল তৈরি করে একজনের জমি অন্যের নামে ট্রান্সফার করে নেয়। জমির আসল মালিকের অজান্তেই ঘটে এই অপকর্ম।

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments