আবার নবান্নে ডাকা হল জুনিয়র ডাক্তারদের। আজ সন্ধে 6 টার সময় 12 থেকে 15 জনের প্রতিনিধি দলকে নবান্নে আমন্ত্রণ জানানো হয়েছে। এবার ইমেল করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। (swasthya bhawan abhijan live update)
আরও পড়ুন : সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবার রাজ্যকেই সময়সীমা বেঁধে দিলেন জুনিয়র ডাক্তাররা
সেই চিঠিতে উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ, যেখানে 10 September বিকেল 5 টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ করা হয়েছিল। (swasthya bhawan abhijan live update)
আরও পড়ুন : বিশেষ ক্ষমতাসম্পন্ন তরুণীকে ধর্ষণ! উত্তেজনা ভাতারে
মঙ্গলবার বিকাল 5 টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ ছিল জুনিয়র ডাক্তারদের কাছে। কিন্তু এদিকে পাঁচ দফা দাবি না মেটা পর্যন্ত তাঁরা এখনও আন্দোলনেই অনড় আছেন।
আরও পড়ুন : মৃতদেহ নিয়ে RG Kar-এর মর্গে রাতেও চলত কুকীর্তি
জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন তাঁরা এদিন ভোর বেলা 3 টে 49 মিনিটে চিঠি পাঠিয়ে ছিলেন নবান্নে। তারই উত্তর এল আজ দুপুর 3 টে 20 মিনিটে।