RG Kar কাণ্ড নিয়ে গোটা রাজ্য এখনও উত্তপ্ত, এই সময় এক নার্সকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাটি বীরভূমের ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঘটেছে। (molested)
সুত্র মারফৎ জানা যায় চিকিৎসা করতে এসে ওই নার্সকে শ্লীলতাহানি করেন এক রোগী। ওই রোগীকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ইলামবাজার থানার পুলিস আসে। (molested)
জানা গিয়েছে, চিকিৎসাধীন অবস্থাতাতেই ওই ব্যাক্তি কে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের নাম আব্বাসউদ্দিন শেখ। তাঁর বাড়ি ইলামবাজারের ছোটচক গ্রামে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তাই সংশ্লিষ্ট হাসপাতালটি ঘিরেও রাখে পুলিস।