বন্যায় বিপর্যস্ত Bangladesh। সেখানের বন্যা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে (Bangladesh flood situation)। গত কয়েকদিনের উত্তরবঙ্গের ভারী বৃষ্টি এবং উজান থেকে আসা জলের কারণে বন্যার জলে প্লাবিত হয়েছে অন্তত বাংলাদেশের 12 টি জেলা।
প্রায় 36 লাখ মানুষ বন্যা কবলিত। এখন পর্যন্ত বন্যায় ৮ জন মারা গিয়েছে । এই বন্যার জন্য ত্রিপুরার বাঁধ থেকে জল ছাড়াকেই একমাত্র দায়ী করছে Bangladesh সরকার। এই অবস্থায় ভারতীয় হাইকমিশনার কে তলব করেন Bangladesh এর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পরে জানা যায় বাঁধে জলের উচ্চতা বেশি থাকায় সেখান থেকে জল ‘স্বয়ংক্রিয়ভাবে রিলিজ’ হয়েছে (Bangladesh flood situation)। দুই দেশের মধ্যে থাকা নদীগুলির জল বন্টন নিয়েও বৈঠকে কথা হয় বলে জানিয়েছেন মুহাম্মদ ইউনূস।