শুক্রবার নবান্ন সূত্রে খবর, কোনও প্রতিবাদ, রাস্তা অবরোধ-সহ বিভিন্ন কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের ব্যবহার করা যাবে না। বিষয়টি দেখতে সমস্ত জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন রাজ্যের Chief Secretary।
স্কুল পড়ুয়াদের রাস্তা অবরোধ সহ বিভিন্ন কর্মসূচিতে নিয়ে যাওয়া কোনওমতেই অনুমোদনযোগ্য নয় বলে সেই নির্দেশিকা জানানো হয়েছে।
নির্দেশিকায় জানানো হয়েছে, দেখতে হবে যেন রাস্তা অবরোধ সহ আনান্য কর্মসূচিতে পড়ুয়াদের কাজে লাগানো না হয়। এরকম কোনও ঘটনা ঘটলে সেটা খুঁজে বের করতে হবে।
কোনও জায়গায় এরকম কর্মসূচি হলে সেটা বন্ধ করতে হবে। এমনকী, যাঁরা এটা করছেন তাঁদের বিরুদ্ধে আইন মেনে পদক্ষেপ করতে হবে।