আর জি কর-কাণ্ড ও বর্ধমানে তরুণী খুন : তির-ধনুক হাতে প্রতিবাদে পথে এবার আদিবাসীরাও

আরজি করের ঘটনার প্রতিবাদে এবার আন্দোলনে নামল আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল । (The tribals are also on the way to protest) পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।

The tribals are also on the way to protest

এদিকে গুসকরার বলগোনা মোরে তাদের এই অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়, ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকেও । (The tribals are also on the way to protest)

ভারত জাকাত মাঝি পরগনা মহলের দাবি, আর জি কর চিকিৎসক ছাত্রী ও পূর্ব বর্ধমানে আদিবাসী মহিলাকে খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ৷

The tribals are also on the way to protest

সেই সঙ্গে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করর দাবি জানায় তারা । ধামসা, মাদল রাস্তায় রেখেই অবরোধে সামিল হয় আদিবাসীরা।ছেলেদের হাতে তির-ধনুক, আদিবাসী মহিলারা রাস্তায় নেমে প্লাকেট হাতে নিয়ে অবরোধ করে।