Wednesday, November 20, 2024
HomeWest Bengal Newsকাটোয়ায় অনুষ্ঠিত হল ঔষধ সম্পর্কিত সচেতনতা শিবির

কাটোয়ায় অনুষ্ঠিত হল ঔষধ সম্পর্কিত সচেতনতা শিবির

আজ সোমবার স্বপ্না দেবী কলেজ অফ এডুকেশন এর পক্ষ থেকে পূর্ব বর্ধমানের কাটোয়াতে অনুষ্ঠিত হল ঔষধ সম্পর্কিত সচেতনতা শিবির। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বপ্না দেবী কলেজ অফ এডুকেশনের প্রোফেসার, বিভিন্ন স্কুলের ছাত্র-ছত্রি ও সাধারণ মানুষ। (Drug awareness camp held in Katwa)

আরও পড়ুন : বোলপুর শ্যামবাটি ক্যানেলের জলে ডুবে মৃত্যু ছাত্রের

Drug awareness camp held in Katwa

এছারাও উপস্থিত ছিলেন কাটোয়ার মেডিসিন সপ ওনারস সংগঠনের বিভিন্ন ব্যাক্তি, ও ওষুধের দোকানের সজ্ঞে যুক্ত অনেক মানুষ। এই শিবিরের মূল লক্ষ ছিল সাধারণ মানুষের মধ্যে ঔষধ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করা। (Drug awareness camp held in Katwa)

আরও পড়ুন : আরজি কর কাণ্ডে আজ নজর সুপ্রিম কোর্টের শুনানিতে

উপস্থিত সকল বিশিষ্টজনেরা এই শিবিরে নিজেদের বক্তব্য রাখেন এবং সাধারন মানুষজনকে ঔষধের সঠিক পরিমান, সময়, ও ব্যাবহার সম্পর্কে অবগত করেন। এছাড়াও শিবিরে সাধারন মানুষ, ছাত্র-ছাত্রি দের নিয়ে ঔষধ সম্পর্কিত একটি কুইজ প্রতিযোগিতাও করা হয়।

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments