Tuesday, October 15, 2024
HomeWest Bengal Newsবোলপুর শ্যামবাটি ক্যানেলের জলে ডুবে মৃত্যু ছাত্রের

বোলপুর শ্যামবাটি ক্যানেলের জলে ডুবে মৃত্যু ছাত্রের

পারুল ডাঙ্গা গ্রামের বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্র মিলন দাস নিখোঁজ ছিল সকাল থেকেই। শান্তিনিকেতন থানার পুলিশ ও পারুলডাঙ্গা গ্রামবাসি এক সাথে তার খোঁজ করতে থাকে। (Student drowned in Bolpur Shyambati canal water)

আরও পড়ুন : আরজি কর কাণ্ডে আজ নজর সুপ্রিম কোর্টের শুনানিতে

Student drowned in Bolpur Shyambati canal water

সেই সময় স্থানীয় সূত্রে খোঁজ পাওয়া যায় যে ছাত্রটি শ্যামবাটি ক্যানেলে বেলা বারোটার সময় স্নান করতে গেছে। এর পরই শ্যামবাটি ক্যানেলে শান্তিনিকেতন থানার পুলিশ তল্লাশি চালায় এবং দীর্ঘ ছয় ঘন্টা পর উদ্ধার হয় ওই ছাত্রের মৃত দেহ। (Student drowned in Bolpur Shyambati canal water)

আরও পড়ুন : মহালয়াতেই রিলিজ হচ্ছে রাজন্যার শর্ট ফিল্ম আগমনী

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের শিক্ষকরা ও শান্তিনিকেতন থানার ওসি। স্থানীয় সূত্র মারফত জানা যায় যে আগেও এই শ্যামবাটি ক্যানেলে অনেকে প্রাণ হারিয়েছ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেছে।

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments