RG Kar এ রহস্য এবার মর্গেও! অভিযোগ আছে যে, সেখানেও রাতের পর রাত চলত কুকীর্তি ও দুর্নীতি। RG Kar কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার RG Kar এর মর্গে অবাধ যাতায়াত ছিল। CBI তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে যে, শুধু ঐ সিভিক ভলান্টিয়ার নন। (corruption in RG Kar with dead bodies)
আরও পড়ুন : সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবার রাজ্যকেই সময়সীমা বেঁধে দিলেন জুনিয়র ডাক্তাররা
ওই হাসপাতালে বছরের পর বছর কুকীর্তির ও দুর্নীতির যে সিন্ডিকেট গড়ে উঠেছিল তাদের কয়েক জনেরও রাতে নিত্য আনাগোনা ছিল ঐ মর্গে। CBI তদন্তকারীদের সূত্রের দাবি, ধৃতের মোবাইল থেকে কিছু ভিডিয়ো উদ্ধার হয়েছে, যা ওই মেডিক্যাল কলেজের মর্গের ভিতরের। (corruption in RG Kar with dead bodies)
আরও পড়ুন : বিশেষ ক্ষমতাসম্পন্ন তরুণীকে ধর্ষণ! উত্তেজনা ভাতারে
যেখানে মরদেহের সঙ্গে ধৃতের সহবাসের ছবিও মিলেছে। ওই সমস্ত ভিডিয়ো বিদেশে বিক্রি করার সন্দেহও উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা। প্রতিটি অর্থবর্ষেই কমপক্ষে 60 থেকে 70 টি মরদেহের হিসাব পাওয়া যায়নি। সব থেকে বেশি সমস্যা দেখা দিয়েছে ঐ মরদেহের দেহাংশ নিয়ে।
আরও পড়ুন : পুলিশি হেনস্তার প্রতিবাদে তিনদিন চাক্কা জ্যামে’র ডাক ট্রাক চালাকদের
এবং গরমিল রয়েছে মরদেহের কঙ্কাল নিয়েও। কোনও কিছুরই ঠিক হিসাব নথিভুক্ত নেই কলেজের মর্গের খাতায়। মর্গের ভিতরের নকশা, কোল্ড-চেম্বার, রেজিস্টার খাতা, শেষ কয়েক মাসের সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করছেন তদন্তকারীরা।