যাদবপুরে প্রতিবাদ মিছিলেই শ্লীলতাহানি! সাহয‍্য করল না পুলিশই

যাদবপুরে রাত দখলের সমাবেশের মধ্যেই ঘটে গেল আবার শ্লীলতাহানির ঘটনা। মনোবিদ কৃষ্ণকলি তিথি বন্দ্যোপাধ্যায়কে শ্লীলতাহানি অভিযোগ উঠল এক নেশাগ্রস্থ যুবকের বিরুদ্ধে। (Harassment in the protest march in Jadavpur)

আরও পড়ুন : জমি বেহাত রুখতে খতিয়ানে যোগ হবে মালিকের ফোন নম্বর

ওই মহিলার অভিযোগ তিনি যাদাবপুর 8B বাস টার্মিনাসে যখন প্রতিবাদ করছিলেন তখন এই নেশাগ্রস্থ ব্যক্তি তাঁঁকে শ্লীলতাহানি করে। সেই সময় ওই মহিলা সেই যুবক কে ভিড়ের মধ্যে থেকে টেনে বের করে নিয়ে আসে এবং সাধারণ মানুষ মারমুখী হলে তিনি আইন হাতে নিতে বারণ করেন এবং পুলিশ ডাকেন।

Harassment in the protest march in Jadavpur

আরও পড়ুন : পড়ুয়াদের ১০ হাজার টাকা দেওয়া হচ্ছে না নির্দেশ নবান্নের

পুলিশ সেখানে থাকলেও এবং সব কিছু দেখলেও তাদের সে ব্যাপারে কোন ভূমিকা ছিলনা বোলে ওই মহিলার অভিযোগ। এরপর যাদবপুর থানার সামনে সমস্ত প্রতিবাদিরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

আরও পড়ুন : দেশজুড়ে 4G পরিষেবা শুরু করবে বিসএনএল! কবে আসছে 5G?

তারপর তিলোত্তমার পক্ষ থেকে সোহিনী সরকার, বিদিপ্তা চক্রবর্তীরা সেখানে আসেন। তাঁরা ওই মহিলাকে নিয়ে থানার ভেতরে যান অভিযোগ জানানোর জন্য। (Harassment in the protest march in Jadavpur)

আরও পড়ুন