এ বার রাজ্যের একাদশ শ্রেণির ছাত্র ছাত্রিদের ট্যাব কিনতে 10000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল নবান্ন। Taruner Swapna নামে এই প্রকল্পে সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রিদের এককালীন 10000 টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। (Nabanna decided to stop financial help for purchasing tab)
আরও পড়ুন : Paris Paralympics 2024 এ উজ্জ্বল ভারত, এবার রুপো নিশাদের
সিদ্ধান্ত হয়েছিলো আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দফতর। (Nabanna decided to stop financial help for purchasing tab)
আরও পড়ুন : আরজি কর দুর্নীতি কাণ্ডে অবশেষে গ্রেফতার সন্দীপ ঘোষ
আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কি না বা দিলে তা কবে সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। রাজ্যের এই পরিস্থিতির মধ্যে দুর্গা ভান্ডারের টাকা দেওয়া নিয়েও ধীরে চলো নীতি নিয়েছে নবান্ন।