ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ থেকে এবার ভারতের আয় হয়েছে প্রায় 11 হাজার 637 কোটি টাকা। ICC প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, ভারতের অর্থনীতিতে বিরাট অবদান রেখেছে 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ। (India’s income from the World Cup is about eleven thousand crores)
আরও পড়ুন : মৃতদেহ নিয়ে RG Kar-এর মর্গে রাতেও চলত কুকীর্তি
ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ থেকে ক্রিকেট ছাড়াও ব্যাপকভাবে উপকৃত হয়েছে ভারতের হোটেল, পর্যটন এবং খাবারের ব্যবসা।
![India's income from the World Cup is about eleven thousand crores](https://ektarabangla.com/wp-content/uploads/2024/09/World-Cup-1024x576.webp)
আরও পড়ুন : জুনিয়র ডাক্তারদের চিঠি, সন্ধে ৬টায় নবান্নে ডাক
আইসিসির রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় মুদ্রায় প্রায় 11 হাজার 637 কোটি টাকা আয় হয়েছে ভারতীয় অর্থনীতির। (India’s income from the World Cup is about eleven thousand crores)