Telemedicine পরিষেবা চালু করলেন জুনিয়র চিকিৎসকরা। (Junior doctors launched telemedicine services) এই পরিষেবা পাওয়া যাবে সকাল 10 টা থেকে দুপুর 2 টো পর্যন্ত ৷ এর জন্য জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে চারটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে ৷
এই চারটে নম্বর হল 8777565251, 8777569399, 8777579517, 6290326079 আজ সকাল 10 টা থেকে দুপুর 2 টো পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবা ৷ এই নম্বর গুলিতে Whatsapp করে নিজের শারীরিক সমস্যার কথা জানিয়ে ওষুধ নিতে পারবেন সাধারন মানুষ।
জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন তাঁদের কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা ৷ পাঁচ দফা দাবি নিয়ে 22 দিনে পড়ল জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। (Junior doctors launched telemedicine services)