পুজোর আগে আবার নিম্নচাপের সম্ভাবনা। এবার নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। চলতি সপ্তাহেই শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। (Know the weather office forecast)
আরও পড়ুন : বন্ধ হয়ে গেল রানাঘাটের ১১২ ফুটের দুর্গাপুজো

পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘুনাবর্ত থেকে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। (Know the weather office forecast)
আরও পড়ুন : পিতৃপক্ষের শেষ দিনে পূর্বপুরুষকে জলদানের ভিড় গঙ্গার ঘাটে
পূর্বাভাস অনুযায়ী শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই থাকছে ভারি বৃষ্টির সতর্কতা। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ বাড়বে।