জুনিয়র ডাক্তারদের শর্ত মেনে আলোচনায় রাজি হয়নি রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়, সূত্র মারফৎ পাওয়া খবর অনুযায়ী, আন্দোলনকারী ডাক্তারদের দেওয়া শর্ত মানতে রাজি না হলেও জুনিয়র ডাক্তারদের প্রতি নমনীয় মনোভাবের পক্ষই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকার ৷ (mamata banerjee comments on doctors)
আরও পড়ুন : মৃতদেহ নিয়ে RG Kar-এর মর্গে রাতেও চলত কুকীর্তি
এ দিন শিল্প সংক্রান্ত বৈঠকের পরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং মন্ত্রীদের সাথে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই বৈঠকেই রাজ্যের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের আলোচনায় বসার জন্য যে শর্ত বলাহয়েছে, তা জানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ (mamata banerjee comments on doctors)
আরও পড়ুন : জুনিয়র ডাক্তারদের চিঠি, সন্ধে ৬টায় নবান্নে ডাক
সব শুনে মুখ্যমন্ত্রী বলেন, ওরা কেন এত জেদ করছে? ওরা যা বলবে সব মানতে হবে? আমি ওদের জন্য সব সময় সময় দিতে রাজি আছি, ওদেরকে আরও একবার বোঝাও। তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসা সরকারকে কোন অফিসার থাকবে আর কোন অফিসার থাকবে না সেটা কেউ বলতে পারে না । খোলা মনে আলোচনা করতে গেলে কোন শর্ত দিয়ে হয় না।