Thursday, January 16, 2025
HomeTech NewsGoogle Pixel phone -এ কথোপকথনের লিখিত রূপ এবার হাতের মুঠোয়।

Google Pixel phone -এ কথোপকথনের লিখিত রূপ এবার হাতের মুঠোয়।

Google Pixel phone -এ মিলবে এবার Call Notes ফিচার। ধরুন আপনি কারও সাথে ফোনে কথা বলছেন। এমন সময় আপনার কিছু নোট করার দরকার হল সে ক্ষেত্রে বর্তমানে হয় খাতা-কলমে তা লিখে নিতে হয়।

google pixel phone

অথবা Call Recording একমাত্র ভরসা । কিন্তু Pixel phone ব্যবহারকারীদের আর সেই ঝক্কি পোহাতে হবে না। কারণ, এবার ফোনে কথা বলা শেষে কথোপকথন লিখিত আকারে পেয়ে যাবেন।

তবে তার জন্য ফিচারটি অবশ্যই অন করতে হবে। সেক্ষেত্রেও পাবেন একটি নোটিফিকেশন। কল নোট বৈশিষ্ট্যটি Google Pixel 9 সিরিজের সমস্ত মডেলে উপলব্ধ: Pixel 9, Pixel 9 Pro, Pixel 9 Pro XL, এবং Pixel 9 Pro Fold ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments