Monday, December 2, 2024
HomeIndia Newsতিন মাসের মধ্যেই নতুন Vande Bharat sleeper coach, দাবি রেলমন্ত্রীর

তিন মাসের মধ্যেই নতুন Vande Bharat sleeper coach, দাবি রেলমন্ত্রীর

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রবিবার বেঙ্গালুরুতে Bharat Earth Movers Limited (BEML) বন্দে ভারত sleeper coach prototypes উন্মোচন করেছেন। sleeper coach prototypes পরীক্ষা করার পরে উৎপাদন শুরু হবে। (vande bharat sleeper coach)

vande bharat sleeper coach

এবং ডিসেম্বরে উদ্বোধনের আশা করা হচ্ছে। বন্দে ভারত sleeper coach ট্রেনটিতে 16 টি কোচ থাকবে, ট্রেনটি 800 কিমি থেকে 1200 কিলোমিটার পর্যন্ত আরামে রাতারাতি ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। (vande bharat sleeper coach)

ট্রেনটিতে উন্নত বৈশিষ্ট্য গুলির মধ্যে হল improved oxygen levels and virus protection। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে বেশ কয়েকটি নতুন বৈশিষ্ট্য যুক্ত একটি নতুন ট্রেন ডিজাইন করা অনেকটা জটিল কাজ।

আরও পড়ু

RELATED ARTICLES

Most Popular

Recent Comments