সাতসকালে AJC Bose ফ্লাইওভারে মুখোমুখি সংঘর্ষ ২ গাড়ির

সাতসকালে কলকাতার AJC Bose ফ্লাইওভারে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির, এই দুর্ঘটনায় আহত হয় বেশ কয়েক জন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ। (Accident in AJC Bose flyover)

কয়েকজনের আঘাত গুরুতর এবং কিছু জন কে আশঙ্কা জনক অবস্থায় কলকাতা পুলিশের তরফ থেকে হসপিটালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর সরানো গাড়িদুটিকেও। (Accident in AJC Bose flyover)

Accident in AJC Bose flyover

তথ্য সুত্রে জানা গিয়েছে যে AJC Bose ফ্লাইওভার ধরে সেক্টর ফাইভের দিকে আসছিল টাটা সুমো। এবং ওই গাড়িতে ছিলেন কলকাতার তথ্য প্রযুক্তি সংস্থার 9 – 10 জন কর্মী। হঠাৎই উল্টোদিক থেকে আসে একটি টাট নেক্সন গাড়ি এসে ধাক্কা মারে টাটা সুমো গাড়িটিকে।

আরও পড়ুন