বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল আনার প্রস্তাব মন্ত্রিসভায়। বিধানসভায় বিল পেশ হতে চলেছে আগামী 3rd September । (The anti-rape bill introduced in the assembly)
ইতিমধ্যে আইনি ড্রাফ্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। 2nd September থেকে শুরু হচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশন। 3 September পেশ হবে ধর্ষণ বিরোধী এই বিল।
RG Kar Medical College এর ঘটনার শুরু থেকেই অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তৃণমূল ছাত্র দিবসের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেও ফের একবার হুঁশিয়ারি শোনা গিয়েছিল তাঁর মুখে। তখনই তিনি বলেছিলেন বিধানসভায় বিল আনার কথা।