আজ, বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা One Nation One Election এর প্রস্তাব গ্রহণ করে। এই বছরের শীতকালীন অধিবেশনে এই বিল পেশ করা হতে পারে বলে সুত্রের খবর। (One nation One election passed by the Cabinet)
আরও পড়ুন : তিন মাস আধার আপডেটের সময়সীমা বাড়াল কেন্দ্র সরকার
শীতকালীন আধিবেশনে এই বিল পাশ হলে, এবার থেকে দেশে আর বিভিন্ন সময়ে আলাদাভাবে বিভিন্ন নির্বাচনের আয়োজন করতে হবে না। একইসঙ্গে লোকসভা এবং বিধানসভা সহ যাবতীয় নির্বাচন হয়ে যাবে।
আরও পড়ুন : বিনামূল্যে 5 লক্ষের চিকিৎসা Ayushman Bharat প্রকল্প নিয়ে ঘোষণা কেন্দ্রের
দেশে বিভিন্ন নির্বাচন আয়োজন করতে বিপুল অর্থ ব্যয় হয়, এবং তা হ্রাস করতে ও নির্বাচন প্রক্রিয়াকে আরও সরল করতে কেন্দ্রের তরফে One Nation One Election এর প্রস্তাব দেওয়া হয়েছিল।
আরও পড়ুন : এবার যে কোনও ব্যাঙ্কের শাখা থেকে পেনশন তুলুন খুব সহজে
এই প্রস্তাব পর্যালোচনা করার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয় গত সেপ্টেম্বর মাসে। (One nation One election passed by the Cabinet)