17 সেপ্টেম্বর, 2023-এ, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে UNESCO কর্তৃক ‘World Heritage’ হিসেবে ঘোষণা করা হয়। বিশ্বভারতী বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যা এই গৌরব অর্জন করেছে।
এবার সেই সম্মান জানাতেই যোগাযোগ মন্ত্রকের ভারতীয় ডাকবিভাগ আটটি ডাকটিকিটের আনুষ্ঠানিক উদ্বোধন করে শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে। (India Post Releases Cover-Postcard Of Santiniketan) এবং একটি বিশেষ Cover-Postcard প্রকাশ করে।
এছাড়া গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সব ডাকটিকিট সম্বলিত একটি বইও প্রকাশিত হয়। বিশেষ প্রচ্ছদে ঐতিহ্যবাহী সিংহ সদনের ছবি রয়েছে। (India Post Releases Cover-Postcard Of Santiniketan)
সবগুলোকে একত্রিত করে একটি বইও প্রকাশিত হয়। একই সঙ্গে ‘World Heritage Santiniketan’ নামে একটি permanent stamp titled তৈরি করা হয় যেটি শান্তিনিকেতন পোস্ট অফিসে প্রতিদিন ব্যবহার করা হবে।
এছাড়া শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী আটটি বাড়ি, যথাক্রমে উদয়ন, উদীচী, পুনশ্চ, শ্যামলী, কালো বাড়ি, তালধ্বজ, চৈতিবাড়ির ছবিসহ পোস্টকার্ড প্রকাশ করা হয়।